Training Enriches Professional Skills

আচরণ বিধি ও নীতিমালা

                                                             ডরমেটরি ব্যবহার ও অবস্থান সংক্রান্ত আচরণ-বিধি (Dormatory Code)

1. যথাযথ প্রক্রিয়া/নিয়ম অনুসরণ করে আবাসিক প্রশিক্ষণার্থীগণ ডরমেটরি বুকিং/ব্যবহার করবেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতেই সাধারণত আবাসিক কক্ষ/সীট বরাদ্দ দেয়া হয়। তবে ডরমেটরিতে কক্ষ/সীট বরাদ্দের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে। কক্ষ/সীট বরাদ্দ পাওয়ার পর কক্ষের চাবি আবাসিক প্রশিক্ষণার্থীগণ নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন;

2. আবাসিক কোর্সসমূহে আগত প্রশিক্ষণার্থীদের ডরমেটরিতে অবস্থান করা বাধ্যতামূলক, এক্ষেত্রে কোন প্রশিক্ষণার্থী সুবিধাজনক কারণে বাইরে অবস্থান করতে চাইলে তিনি সম্পূর্ণ নিজ দায়িত্বে থাকবেন কিন্তু তাকে আবাসিক হিসেবেই গণ্য করা হবে;

3. আবাসিকগণ স্ব স্ব কক্ষের পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত অফিস সহকারি/মহিলা সিকিউরিটির সহযোগিতা নিবেন। আবাসিক প্রশিক্ষণার্থীগণ পরিচ্ছন্ন কর্মী, কেয়ারটেকার, পিয়ন ও বিভিন্ন সার্ভিস প্রদানকারী অফিস স্টাফদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন;

4. মহিলা প্রশিক্ষণার্থীদের আবাসিকের জন্য 8ম তলা নির্ধারিত রয়েছে; উক্ত ফ্লোরে পুরুষ প্রশিক্ষণার্থী বা পুরুষ অতিথিদের গমনাগমন সম্পূর্ণ সংরক্ষিত। বিশেষ প্রয়োজনে পুরুষ প্রশিক্ষণার্থী/অতিথিগণ কোন মহিলা প্রশিক্ষণার্থীর সাথে দেখা করার প্রয়োজন হলে 6ষ্ঠ তলায় টিভি রুমে সাক্ষাতের ব্যবস্থা করা হবে;

5. ডরমেটরিতে অবস্থানকালে ডরমেটরির পরিচ্ছন্নতা ও সার্বিক শৃংখলা বজায় রাখবেন, ডরমেটরিতে ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ। কোন কক্ষে ধুমপানের আলামত পাওয়া গেলে কক্ষে অবস্থানরতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে;

6. ডরমেটরিতে অবস্থানকালে এমন কোন আচরণ বা কাজ করা যাবেনা যা অন্য প্রশিক্ষণার্থীদের সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন, উচ্চস্বরে চিৎকার চেচামেচি করা, গান গাওয়া/ বাজানো বা শব্দ করা, গভীর রাতে লাইট জ্বালিয়ে বই পড়া ইত্যাদি;

7. ডরমেটরিতে অবস্থানকালে বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য ইউটিলিটি ব্যবহার যথাসম্ভব কৃচ্ছ্বতা অবলম্বন করতে হবে এবং অপ্রয়োজনীয় অপচয় করা থেকে বিরত থাকতে হবে। কক্ষ ত্যাগের পূর্বে লাইট, ফ্যানের সুইচ ও পানির ট্যাপ/কল বন্ধ আছে কিনা তা নিশ্চিত হয়ে কক্ষ ত্যাগ করবেন;

8. কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ডরমেটরিতে প্রশিক্ষনার্থী ব্যতীত বহিরাগত/অতিথিদের রাত্রিযাপন সম্পূর্ণ নিষেধ;

9. রাত 11.00 টার পর কেউ কক্ষে লাইট জ্বালিয়ে রাখবেন না এবং টিভি বন্ধ রাখবেন;

10. সকালের নাস্তার জন্য 8.00 হতে 9.00 টা পর্যন্ত এবং রাতের খাবারের জন্য 9.00 হতে 10 টা পর্যন্ত ডাইনিং রুম খোলা থাকবে। উল্লিখিত সময়ের মধ্যে নাস্তা এবং রাতের খাবার সেরে নিতে হবে। উল্লিখিত সময়ের বাইরে কোন খাবার সরবরাহ করা হবেনা;

11. ডরমেটরিতে অবস্থানকালে ডরমেটরি সুপারের অনুমতি ছাড়া যত্রতত্র বাইরে যাওয়া-আসা করা যাবেনা;

12. জরুরী কোনে কাজে বাইরে গেলে রাত 9.00 টার মধ্যে অবশ্যই ডরমেটরি সুপারের নিকট রিপোর্ট করতে হবে;

13. লাইব্রেরীতে প্রচুর পেশাগত বইয়ের সংগ্রহ রয়েছে। সুবিধামত সময় বেছে নিয়ে লাইব্রেরী ওয়ার্ক করতে পারবেন;

14. প্রশিক্ষণসংক্রান্ত কোন বিষয় আলোচনা বা জানার প্রয়োজন হলে হাউজ টিউটরের অনুমতি নিয়ে তার সাথে ডিসকাসন করতে পারবেন;

15. প্রশিক্ষণ শেষে ডরমেটরি ত্যাগ করার আগে রুম ভালভাবে দেখে নিবেন এবং রুমের চাবি কর্তব্যরত অফিস সহকারীর কাছে বুঝিয়ে দিবেন;

16. আবাসিক সংক্রান্ত কোন সমস্যা ডরমেটরি সুপারের নিকট জানাতে হবে এবং তিনি সমস্যা সমাধানের জন্য যথাসম্ভব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন;


নির্দেশক্রমেঃ

মোহাম্মদ মনোয়ার হোসেন

উপমহাব্যবস্থাপক ও প্রিন্সিপাল, রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি।

ডরমেটরি সংক্রান্ত যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ

জনাব ভুবনেশ্বর মজুমদার, এসপিও (ডরমেটরি সুপার) : 01926168172,

জনাব মোঃ আব্দুল আহাদ (সাগর), অফিস সহকারী :01749137569/01727823383